জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়িঃ
সারা দেশের ন্যায় নাইক্ষ্যংছড়িতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় নাইক্ষ্যংছড়ি থানার রাস্তার মাথা থেকে র্যালিটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে আবারো থানার সামনে পৌঁছে শেষ হয়।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি।
বিশেষ অতিথি ছিলেন- ওসি (তদন্ত) কানু চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যন ও উপজেলাআওয়ামী লীগের সহসভাপতি তসলিম ইকবাল চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: ইমরান, সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যন নুরুল আবছার, উপজেলা কমিনিটি পুলিশিং সভাপতি তারেক রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ডা: সিরাজুল হক, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম কাজল, উপজেলা ছাত্রলীগের সভাপতি বদুরুল্লাহ, সাধারণ সম্পাদক রেজাউল, কলেজ ছাত্র লীগের সাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম মুমু।
অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উপজেলা পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সত্তার।
পুলিশের সঙ্গে কাজ করি, জঙ্গি-মাদকমুক্ত সমাজ গড়ি’ এ স্লোগানকে ধারণ করে ব্যানার ফেস্টুন নিয়ে কমিউনিটি পুলিশ সদস্য, আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
র্যালি শেষে আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠা পুলিশের কাজ। আর পুলিশের পাশাপাশি সমাজে শান্তি প্রতিষ্ঠায় কমিনিটি পুলিশিং ফোরামের সদস্যদের সঠিকভাবে কাজ করতে হবে।
কমিনিটি পুলিশ মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ নির্মূলে পুলিশকে সঠিক তথ্য দিয়ে সযোগিতা করাটা কমিউনিটি পুলিশের কাজ। বাংলাদেশকে উন্নত দেশে রূপান্তিত করতে সকলকে এক সাথে কাজ করতে হবে। সমাজ থেকে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, বাল্যবিবাহ, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই।
এদিকে, থানা পুলিশের আয়োজনে বিকালে নাইক্ষ্যংছড়ি ছালেহ আহামদ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ফুটবল প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।