মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
উখিয়ায় রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে পুলিশ অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, ১১ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন সহ একজন রোহিঙ্গা ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত রোহিঙ্গা ডাকাত হচ্ছে- কুতুপালং শরনার্থী ক্যাম্প-৪, ব্লক এফ/১২ এর রশিদ আহমদের পুত্র আবুল কালাম ওরফে কাছিম। উখিয়া থানার ওসি মোঃ আবুল মনসুর বিষয়টি সিবিএন-কে নিশ্চিত করেছেন।
ওসি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার ২৫ অক্টোবর দিবাগত রাত আড়াইটার দিকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড পিস্তলের গুলি সহ কুখ্যাত সন্ত্রাসী কাছিমকে গ্রেফতার করা হয়। অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ধৃত রোহিঙ্গা ডাকাত কাছিমকে কোর্ট পুলিশের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে বলে সিবিএন-কে ওসি মোঃ আবুল মনসুর নিশ্চিত করেছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।