মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

খেলাধুলা মানুষের জন্য শুধু শারিরীক কসরত নয়। মনকে ফ্রপুল্ল ও মানুষকে মাদক বিমুখ করে। পরস্পরের সাথে সম্প্রতির বন্ধন সৃষ্টি করে। কমিউনিটি পুলিশিং দিবস উপলক্ষেে কক্সবাজার জেলা পুলিশের উদ্যোগে উখিয়া উপজেলার জালিয়া পালং হাইস্কুল মাঠে শুক্রবার ২৫ অক্টোবর আয়োজিত ফুটবল খেলায় প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) নিহাদ আদনান তাইয়ান, উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, উখিয়ার ইউএনও মোঃ নিকারুজ্জামান, উখিয়া থানার ওসি মো. আবুল মনসুর, ওসি (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার প্রমুখ।

কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উখিয়া থানা পুলিশ টিম বনাম জালিয়া পালং কমিউনিটি পুলিশ টিমের খেলায় উখিয়া থানা পুলিশ টিম ১-০ গোলে জয়ী হয়।

আগামী শনিবার থেকে পর পর ৫ দিন উখিয়া উপজেলার প্রতিটি ইউনিয়নের কমিউনিটি পুলিশিং ফুটবল টিমের সাথে এই সৌহার্দ্যপূর্ণ ফুটবল খেলা অনুষ্ঠিত হবে বলে এডিশনাল এসপি (উখিয়া সার্কেল) নিহাদ আদনান তাইয়ান সিবিএন-কে জানিয়েছেন।