কায়সার হামিদ মানিক,উখিয়া :
উখিয়ার বালুখালী এলাকায় র্যাবের অভিযানে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এসময় ৯হাজার ৯শ ৮০পিস ইয়াবা উদ্ধার করা হয়।
২৫ অক্টোবর (শুক্রবার) রাত ৮টা ২০মিনিটের দিকে উপজেলার বালুখালী বাজারে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটককৃত ইয়াবা কারবারি হলেন, বালুখালীর পূর্ব ফারির বিল এলাকার নজু মিয়ার ছেলে মোহাম্মদ রিদুয়ান।
র্যাব-১৫ সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, বালুখালী বাজারে মাদক বেচাকেনার জন্য ইয়াবা ব্যবসায়ীরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার হাতে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে ৯হাজার ৯শ ৮০পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য উনপঞ্চাশ লাখ নব্বই হাজার টাকা।
আটক মাদক কারবারি রিদুয়ানকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
উখিয়ায় র্যাবের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক-১
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে