চকরিয়া সংবাদদাতা:
চকরিয়া উপজেলার ডুলাহাজারা থেকে চোলাই মদসহ দুই যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। আটক মিজানুর রহমান (২৭) ডুলাহাজারা ইউনিয়নের (৪নং ওয়ার্ড) উলুবনিয়া গ্রামের আবুল হাছিমের ছেলে অপরজন শাহাদাত হোসাইন (২১) একই এলাকার আলী হোছনের এর ছেলে বলে জানা গেছে।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ইউনিয়নের রংমহল গ্রাম থেকে চার বোতল চোলাই মদসহ তাদের আটক করা হয়েছে।
রংমহল কমিউনিটি পুলিশের সদস্য মনুর আলম ও নুরুচ্ছবি নামের গ্রাম পুলিশ জানায়, পার্শ্ববর্তী এলাকা লামা উপজেলার হারগাজা থেকে চোলাই মদ পাচারকালে দুই যুবককে আটক করা হয়েছে। বিষয়টি স্থানীয় মেম্বারকে অবগত করে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের থানায় নিয়ে যায়।
এব্যপারে রংমহল (৯নং ওয়ার্ড)র ইউপি সদস্য জসিম উদ্দিন বলেন, হারগাজা থেকে চোলাই মদ নিয়ে যাওয়ার সময় কমিউনিটি পুলিশের সদস্য ও গ্রাম পুলিশ তাদের হাতেনাতে আটক করে। পরে থানা পুলিশ এসে তাদের চকরিয়া থানায় নিয়ে যায়।
চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) হিরু বড়ুয়া বলেন, ডুলাহাজারা ইউনিয়নের রংমহল থেকে চার বোতল যার পরিমাণ আনুমানিক ছয় লিটার চোলাই মদসহ দুই যুবককে আটক করা হয়েছে। পরদিন তাদের আদালতের মাধ্যমে জেল হজতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।