নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার দর্জি শ্রমিক ইউনিয়ন (রেজিষ্ট্রেশন নং-২৯০২) এর ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন হয়েছে।
শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্ট উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু।
টুর্ণামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র শাহেনা আকতার পাখি, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর-রশিদ, কক্সবাজার নিউজ ডটকম (সিবিএন) এর বার্তা সম্পাদক ইমাম খাইর, কক্সবাজার স্টেডিয়াম পাড়া সমাজ কমিটির সাধারণ সম্পাদক এমইউ বাহাদুর।
এছাড়া দর্জি শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শহীদুল্লাহ, শ্রমিক নেতা সাইফুল ইসলাম, কামাল হোসেন, ছোটন বড়ুয়াসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
দর্জি শ্রমিকদের এই টুর্ণামেন্টে ৬ টি টিম অংশগ্রহণ করছে।
শুক্রবারের উদ্বোধনী ম্যাচে বস টেইলার্স একাদশ বনাম পাঞ্জাব টেইলার্স খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় বস টেইলার্স ১ গোলে জিতেছে।
রেফারি হিসাবে দায়িত্ব পালন করেন মনির উদ্দিন। সহকারী ছিলেন ইমরান হোসেন সুজন ও শাফায়ত মুন্না।