প্রেস বিজ্ঞপ্তি :

কক্সবাজার সদর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় অভিযুক্ত ০৬ জনকে আটক করেছে। গত ২৪  অক্টোবর  সকাল হতে ২৫ অক্টোবর সকাল পর্যন্ত অফিসার ইনচার্জ  সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির, পুলিশ পরিদর্শ (তদন্ত)  মোঃ খায়রুজ্জামান, পুলিশ পরিদর্শক (অপারেশনস্ এ্যান্ড কমিউনিটি পুলিশিং), মোঃ ইয়াছিন,এসআই বেলাল উদ্দিন, এসআই মোঃ শরীফ উল্লাহ, এসআই রাজিব চন্দ্র পোদ্দার, এসআই মোস্তাক আহমদ, এএসআই নুর আলম, সঙ্গীয় ফোর্স এবং ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান খান সহ কক্সবাজার সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০৬ জন আসামীকে গ্রেফতার করেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

নিয়মিত মামলা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীরা হলেন

১। গিয়াস উদ্দিন, পিতা-জাহাাঙ্গীর আলম, সাং-নতুন বাহারছড়া, বিমান বন্দর সড়ক, ০২ নং ওয়ার্ড, থানা ও জেলা-কক্সবাজার।

২। মিজান প্রঃ শিয়াল্লা, পিতা-আঃ হোছেন, সাং-বাহারছড়া, বালিকা মাদ্রাসা রোড, ক১১ নং ওয়ার্ড, থানা ও জেলা-কক্সবাজার।

৩। মোঃ কাজল, পিতা-ফরিদুল আলম, সাং-লম্বরী পাড়া, ০৩ নং ওয়ার্ড, ফতেহারকুল ইউপি, থানা-রামু, জেলা-কক্সবাজার।

৪। মোঃ রায়হান প্রঃ বাবু, পিতা-শাহ আলম, সাং-আমতলী, পশ্চিম চৌধুরী পাড়া, ০৫ নং ওয়ার্ড, থানা ও জেলা-কক্সবাজার।

ওয়ারেন্ট সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীঃ

১। হেলাল উদ্দিন, পিতা-আবুল কালাম, সাং-বড় বাজার, (ছালাম মার্কেটের পিছনে), থানা ও জেলা-কক্সবাজার।

২। আঃ সামাদ, পিতা-মৃত আব্দুল গনি, সাং-উত্তর নুনিয়ারছড়া, থানা ও জেলা-কক্সবাজার।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।