আবুল কালাম, চট্টগ্রাম:  
চট্টগ্রামের   বায়েজিদ বোস্তামী থানাধীন ওয়াজেদিয়াস্থ বাবুল সাহেবের মাঠের শেষ প্রান্তে উন্মুক্ত স্থানে ডাকাতি করার প্রস্তুতির সময় অভিযান চালিয়ে ডাকাত চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার, (২৫ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো – মোঃ রুহুল আমিন (২১), মোঃ জাবেদ প্রঃ ভাইনে জাবেদ (৩১), মোঃ আব্দুল কাদের সুজন (২৯),  মোঃ তুহিন প্রঃ তুফান (২৮) ও  রায়হান আহম্মেদ রনি (২০)।
এ সময় তাদের তল্লাশি করে  ৫ টি একনলা বন্দুক, ৫ টি কার্তুজ, স্টীলের তৈরী ছোরা ১ টি, স্টীলের তৈরী চাপাতি ২ টি  উদ্ধার করেন পুলিশ।
পুলিশ  সুত্রে  জানা যায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় ডাকাতি ও  অস্ত্র আইনের  পৃথক পৃথক মামলা দায়ের করা হইয়াছে।
তাছাড়াও তাহার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা আছে বলে জানায়।