মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি :

বান্দরবানের লামা উপজেলায় শত্রুতার আগুনে পুড়ে গেল আনোয়ার হোসেন নামের এক অসহায় ব্যক্তির সেমিপাকা বসতঘর। উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি ধুইল্যাপাড়ায় এ ঘটনা ঘটে। এতে প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ ৪ লাখ টাকা হবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে দুবর্ৃৃত্তরা ঘরে আগুন লাগিয়ে দেয় বলে জানান ক্ষতিগ্রস্ত বসতঘর মালিক আনোয়ার হোসেন।

সূত্র জানায়, স্থানীয় বাসিন্দা মাহাবুব আলমের ধুইল্যাপাড়াস্থ সৃজিত বাগান দেখাশুনার পাশাপাশি স্থাপিত এক কক্ষ বিশিষ্ট সেমিপাকা ঘরে আনোয়ার হোসেনকে থাকতে দেন। গত বৃহস্পতিবার দিনগত রাত ৮টার দিকে হঠাৎ ঘরের চারপাশে আগুন জ্বলে ওঠে। খবর পেয়ে স্থানীয়রা আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে বসতঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ার কারনে ঘরের কোন মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।

ক্ষতিগ্রস্ত আনোয়ার হোসেন বলেন, কিছুদিন আগে আমার বাবা মারা যান। এ কারণে আমরা কয়েকদিন ঘরে ছিলাম না। ঘরে বিদ্যুতের সংযোগও নেই, তাছাড়া দীর্ঘদিন ধরে ঘরে কোন রান্নাও হয়নি। পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা আমার ঘরে আগুন লাগিয়ে দিয়েছে বলে আমার ধারণা।

আগুনে পুড়ে বসতঘর পুড়ে যাওয়ার সত্যতা নিশ্চিত করে সরই ইউনিয়ন পরিষদ সদস্য হারিছ মিয়া বলেন, ঘটনাটি খুবই দু:খ জনক। ক্ষতিগ্রস্তকে পরিষদের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।