জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়িঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে গোবরের বস্তায় ভরে টমটমে করে পাচারকালে ২০ হাজার ইয়াবাসহ ছৈয়দ করিম নামক একজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর ) রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ফাত্রাঝিরি জয়নালের খামার বাড়ি সামনে রেজু আমতলী নামক এলাকা থেকে তাকে আটক করা হয়।
সে উখিয়া এলাকার মোক্তার অাহমদের ছেলে।
নাইক্ষ্যংছড়ির থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ অানোয়ার হোসেন সংবাদিকদের জানান, লামা সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার রেজাওয়ান ইসলামের নির্দেশনায় বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানে ছৈয়দ করিমের নিজস্ব টমটম গাড়িতে গোবরের বস্তার ভিতরে প্যাকেট মোড়ানো অাবস্থায় ২০ হাজার ইয়াবাসহ হাতেনাতে তাকে আটক করা হয়।
আটক ছৈয়দ করিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।