বিশেষ প্রতিবেদক:
মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান বক্তার বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান বলেছেন, আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শিক সংগঠন। এখানে কোন অপরাধী কিংবা অনুপ্রবেশকারীদের স্থান হবেনা। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভুতপূর্ব উন্নয়ন দেখে বিএনপি-জামায়াতের অনুপ্রবেশকারীরা এখন সুবিধা নিতে হন্য হয়ে পড়েছে। আর তারা দলে ঢুকতে পারলেই সুযোগ সন্ধানীদের অপকর্মের বদনাম আওয়ামী লীগের কাধে এসে পড়বে। এতে জনগন আওয়ামী লীগকেই ভুল বুঝবে। তাই ওইসব অপরাধি মাদক কারবারীরা যেন কৌশলে দলের পদ-পদবী দখলে নিতে না পারে সে বিষয়ে তৃনমূলের সকল নেতাকর্মীকে চোখ কান খোলা রেখে সতর্ক থাকতে হবে। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় একটি স্কুলের হলরুমে সংগঠনের সভাপতি সিরাজুল ইসলাম বাবলার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা। তিনি বলেন, দলের ভেতরে এখন শুদ্ধি অভিযান চলছে। ঢাকা থেকে শুরু হওয়া অভিযান চলবে সারাদেশে। সুতরাং খারাপ যারা সাবধান হয়ে যান। আওয়ামী লীগ সভানেত্রী অপকর্মে জড়িত কাউকেই ছাড় দিবেননা। বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য জাফর আলম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক মুকুল, এডভোকেট রনজিত দাশ, সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট তাপস রক্ষিত, জেলা আওয়ামী লীগ নেতা কমরুদ্দিন আহমদ, জিএম কাশেম, এসএম গিয়াস উদ্দিন ও মিজানুর রহমান। মাতামুহুরী সাংগঠনিক থানা কমিটির সাধারণ সম্পাদক মহসীন বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে এসএম জাহাঙ্গীর আলম বুলবুল, মকসুদুল ছুট্টো, মোহাম্মদ আলী, মাইন উদ্দিন চৌধুরী, হারুন সরওয়ার বাদলসহ সাত ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদক ও ওয়ার্ড নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আওয়ামী লীগে অনুপ্রবেশকারীরা হন্য হয়ে পড়েছে
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে