রিয়াজ উদ্দিন, পেকুয়া :

কক্সবাজারের পেকুয়া উপজেলা রাজনীতির গোড়াপত্তন থেকে রাজনীতি উর্বর এলাকা। এই এলাকায় অনেক গুনিজন, আমলা, আর্মি প্রধান সহ উর্ধ্বতন ক্ষমতাধর ব্যক্তি জন্ম গ্রহণ করে আলোকিত করেছে এই জনপদকে। অনেক ছড়াই উতরাইয়ের পর গত ৭ই অক্টোবর জেলা আওয়ামীলীগের সম্মানিত সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সভায় সর্বসম্মতিক্রমে পেকুয়া উপজেলা আওয়ামীলীগকে সু-সংগঠিত করে তৃণমুলকে চাঙ্গা করে পেকুয়া সামাজিক, রাজতিনির প্রেক্ষাপট সুস্থ ধারায় পরিচালনার নিমিত্তে জেলা আওয়ামীলীগের প্রভাবশালী সদস্য ও সাবেক প্রচার সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল চৌধুরী ও সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেমকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির অনুমোদনের জন্য সিদ্ধান্ত গৃহিত হয়। তারই আলোকে গত ২১ই অক্টোবর সন্ধ্যায় জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তাফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান স্বাক্ষরিত পেকুয়া উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন দিয়ে প্রেস মিডিয়ায় প্রকাশ করেন। উক্ত কমিটিতে আহ্বায়ক আবু হেনা মোস্তাফা কামাল চৌধুরী, সদস্য সচিব সাবেক ছাত্রনেতা ও সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম, সম্মানীত সদস্য এস.এম. গিয়াস উদ্দিন, জি.এম আবুল কাশেম, উম্মে কুলছুম মিনু, মুজিবুর রহমান, সাংবাদিক জহিরুল ইসলাম, শহিদুল্লাহ বি.এ, আবুল শামা শামিম, শহিদুল ইসলাম চৌধুরী, তোফাজ্জল করিম, ওয়াহিদুর রহমান ওয়ারেচী, নজরুল ইসলাম চৌধুরী বাবুল, মফিজুর রহমান, আবু তালেব, তৌহিদুল ইসলাম তোহা, খানে আলম, আজম খান, আবুল হোছাইন শামা, সৈয়দ নুর, রশিদ আহমদ, আফতাব উদ্দিন বাবুল, আবুল কাশেম আজাদ, ছরওয়ার কামাল চৌধুরী, বশির আহমদ, ফরহাদ ইকবাল, শাহাজামাল, বেলাল আহমদ, জাকেরুল ইসলাম, নাছির উদ্দিন বাদশা।

কমিটি প্রকাশের পর মুহুর্তের মধ্যে সর্বস্তরের পেকুয়া উপজেলায় আনন্দের উচ্ছাসে মেতে উঠেছে তৃণমূলের ত্যাগী, পরিশ্রমী, মুজিবপ্রেমী আদর্শিক আওয়ামীলীগ নেতাকর্মীরা। তাহারা জানান, এই কমিটি একটি সুন্দর ও পরিচ্ছন্ন কমিটি। এই কমিটির মাধ্যমে তৃণমুলকে আদর্শিকভাবে সাজানো সম্ভব। নেতৃত্বে যাহারা এসেছেন তাহারা রাজনীতিতে অভিজ্ঞ, প্রবীণ, নেতাকর্মীদের দুঃখ দুর্দশা পরিত্রাণ করার মতো নেতৃবৃন্দ। দীর্ঘ সময়ের পর নবীন, প্রবীণ, রাজনৈতিক, জনপ্রতিনিধি, সাংবাদিক, সমাজকর্মী, শিক্ষানুরাগীদের নিয়ে গড়া এই কমিটি। হাইব্রীড় মুক্ত নবগঠিত সম্মেলন প্রস্তুতি কমিটিকে স্বাগত জানিয়েছেন পেকুয়া আওয়ামীলীগের সর্বস্তরের নেতাকর্মীরা।

উপজেলা আওয়ামীলীগের প্রবীণ নেতা খলিলুর রহমান জানান, নবগঠিত সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবু হেনা মোস্তাফা কামাল চৌং একজন পরীক্ষিত আওয়ামীলীগ আদর্শের সংগঠক। তিনি অবিভক্ত চকরিয়া উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক, জেলা আওয়ামীলীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং বর্তমান কমিটির প্রভাবশালী নির্বাহী সদস্যের দায়িত্ব পালনে রয়েছে। এছাড়া তিনি কক্সবাজার জেলা কমিউনিটি পুলিশের সাবেক সাধারণ সম্পাদক ও রেড ক্রিসেন্ট সোসাইটির জেলার সভাপতি এবং মগনামা উচ্চ বিদ্যালয়ের পাঁচ বারের নির্বাচিত সভাপতির দায়িত্বপালন করেন। তিনি একজন ক্রীড়াবিদও। সদস্য সচিব আবুল কাশেম পেকুয়া উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও সভাপতি এবং উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক, যুগ্ম সম্পাদক ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন ও পেকুয়া আনোয়ারুল উলুম সিনিয়র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি, এছাড়া গত জোট সরকার আমলে বার বার কারা নির্যাতিত হন তিনি সহ স্ব-পরিবার। এই কমিটিতে রয়েছে এস.এম. গিয়াস উদ্দীন। তিনি চট্টগ্রাম আইন কলেজ ছাত্রলীগের সাবেক জি.এস ও ভিপি, পেকুয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা আওয়ামলীগের সাবেক সহ-সভাপতি, জেলা আওয়ামীলীগের দুইবারের সদস্যের দায়িত্ব রয়েছে। জি.এম আবুল কাশেম, তিনি জেলা যুবলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া জেলা আওয়ামীলীগের বর্তমান সদস্য। বারবাকিয়া ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। উম্মে কুলছুম মিনু, পেকুয়া উপজেলা মহিলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, জেলা আওয়মীলীগের সদস্য ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। শহিদুল্লাহ বি,এ চকরিয়া ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, টৈটং ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, পেকুয়া উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা কমিটির যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সম্পাদক এবং টৈটং ইউনিয়নের দুই বারের নির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। সাংবাদিক জহিরুল ইসলাম প্রবীণ রাজনীতিবিদ ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি। আবুল শামা শামিম পেকুয়া উপজেলা যুবলীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক, মফিজুর রহমান সাবেক উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক, আবুল হোসেন শামা বারবাকিয়া ইউনিয়ন আওয়ামীলীগের দুই বারের সভাপতি, বেলাল আহমদ শিলখালী ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, খানে আলম শিলখালী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি, রশিদ আহমদ মগনামা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, জাহেদুল ইসলাম চৌধুরী টৈটং ইউনিয়ন আওয়ামীলীগের দুই বারের সাধারণ সম্পাদক ও ইউ.পি চেয়ারম্যান, ছরওয়ার আলম চৌধুরী টেটং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, শহীদুল ইসলাম চৌধুরী পেকুয়া উপজেলা যুবলীগের সাবেক সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সভাপতি, জেলা যুবলীগের সাবেক সদস্য দুই বারের ইউ.পি চেয়ারম্যান, লায়ন মুজিবুর রহমান এলাকায় লরেল মুজিব নামে খ্যাত। তিনি কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনোভার্সিটির ট্রাস্টি বোর্ডের সম্পাদক, প্রতিষ্ঠাতা জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদে চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা, অনেক সি.আই.পির মাধ্যমে আওয়ামীলীগের রাজনীতিতে সম্পৃক্ত একজন আওয়ামীপন্থী শিক্ষাবিদ। ওয়াহিদুর রহমান ওয়ারেচী প্রতিষ্ঠাতা আওয়ামীলীগের সভাপতি ছাদেকুর রহমান ওয়ারেচীর সন্তান শিলখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রতিদন্ধীতা করেন। নজরুল ইসলাম চৌধুরী বাবুল অবিভক্ত চকরিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, রাজাখালী ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি প্রতিষ্ঠাতা আওয়ামীলীগ কমিটির উপ দপ্তর সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সহ ইউ.পি চেয়ারম্যান ছিলেন। সৈয়দ নুর আওয়ামীলীগ কর্মী ও ৯১ পরবর্তী সময়ে রাজাখালী ইউনিয়ন আওয়ামীলীগর সহ-সভাপতি ছিলেন এবং দলের দুঃসময়ে আন্দোলন সংগ্রাম মোকাবিলা করেন, তোফাজ্জল করিম উজানটিয়া ইউনিয়ন আওয়ামলীগের দুই বারের সভাপতি উপজেলা সদস্য ও ইউপি সদস্য ছিলেন। ফরহাদ ইকবাল কক্সবাজার সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি, আহ্বায়ক ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বপালন সহ দৈনিক সকালের কক্সবাজারের সম্পাদক, পরিচ্ছন্ন সাবেক ছাত্রনেতা ও ক্রীড়াবিদ। শাহাজামাল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা ইউপি প্যানেল চেয়ারম্যান। জাকিরুল ইসলাম উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি, আবু তালেব উপজেলা আওয়ামলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক, বশির আহমদ উপজেলা আওয়ামীলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, আবুল কাশেম আজাদ রাজাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্মপাদক ও সাবেক সহ-সভাপতি। এম আজম খান পেকুয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগে দুইবারের সভাপতি ও সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। এই কমিটিতে রয়েছে তৌহিদুল ইসলাম তোহা, তিনি চট্টগ্রাম সিটি কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, চকরিয়া উপজেলা ছাত্রলীগর সাবেক সাংগঠিনক সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি প্রবীণ আইনজীবি উজানটিয়া কৃতী সন্তান অবিভক্ত চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি, চকরিয়া বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি, জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি এডভোকেট সিরাজুল ইসলামের পুত্র এবং জেলা আওয়ামীলীগের রাজনীতির অন্যতম অভিভাবক সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরীর ভাতিজা। আফতাব উদ্দিন বাবুল পেকুয়া আওয়ামীলীগর একজন দুর্দিনের রাজনীতিবিদ। গত জোট সরকার আমলে যিনি সার্বক্ষনিক দলীয় আন্দোলন সংগ্রামে ছিলেন। তিনি পেকুয়া উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি/ভারপ্রাপ্ত সভাপতিসহ আহ্বায়কের দায়িত্ব পালন করেন। সর্বশেষ কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা নাছির উদ্দিন বাদশা ২০০৩ সালে জোট সরকার আমলে পেকুয়া সদর ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং (জকরিয়াÑমমতাজÑনুরুল আজিম) আহ্বায়ক কমিটির কো-অব সদস্য ছিলেন। গত ২০০৬ সালের (মমতাজÑলিটন) কমিটির সিনিয়র সহ-সভাপতি এবং গত ২০১৪সালে পেকুয়া উপজেলা ছাত্রলীগের কিছু সময় আহ্বায়কের দায়িত্ব পালন করেন। সে সময় জেলা ছাত্রলীগের সভাপতি আলী আহমদÑ আবু তাহের আজাদ কো-অবশনে সহসভাপতি হিসেবে মনোনীত করেছিলেন। গত জোট সরকার আমলে ২০০৫সালে বিনা কারণে মিথ্যা মামলার শিকার হয়ে কিছু সময় কারান্তরীনও ছিলেন। সে পেকুয়া উত্তর মেহেরনামা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডশনের কক্সবাজার জেলার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির উপ-পরিচালক হিসেবে দায়িত্বরত রয়েছেন। গত উপজেলা পরিষদ নির্বাচন’২০১৯ তিনি ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনা দিলে উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসন বিশেষ কারণে তাকে অবৈধ ঘোষণা করে। তিনি নির্বাচনের ৩ দিন পূর্বে মহামান্য হাইকোর্ট থেকে নির্বাচনের বৈধতা নিয়ে চ্যালেঞ্জের মুখে নির্বাচনে প্রতিদন্ধীতা করে প্রচুর জনসমর্থন আদায় করেন তিনি স্বচ্ছ একজন পরিচ্ছন্ন সমাজকর্মী।

সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব আবুল কাশেম বলেন, জেলা আওয়ামীলীগের সিদ্ধান্ত চূড়ান্ত। জেলা আওয়ামীলীগের শীর্ষ নেতারা সম্মেলন প্রাণবন্ত ও সফল করার জন্য যাদেরকে নেতা নির্বাচিত করেছেন আমরা তাদেরকে নিয়ে সম্মেলনের মাধ্যমে নেতা নির্বাচিত করিব। সেখানে কোন ধরণের বিতর্ক থাকার কথা নয়। কমিটিতে অযোগ্য, অরাজনৈতিক কোন সদস্য নেতা নির্বাচিত হয়নি। অপরদিকে অন্য একটি সূত্র বলেছেন, বর্তমান সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব আবুল কাশেমেই বর্তমানে পেকুয়া উপজেলা আওয়ামীলীগের জন্য বড় সমস্যা। তবে কারো বিরুদ্ধে রাজনৈতিক অভিযোগ না থাকলেও অভিযোগ রয়েছে সাবেক ছাত্রশিবির নেতা যিনি টাকা দিয়ে ক্ষমতা কিনেন বলে প্রচার আছে মগনামার লায়ন মুজিবুর রহমান। তিনি কোন সময়ে মুজিবাদর্শের কোন সংগঠনের সাথে জড়িত ও সম্পৃক্ত ছিল না। একটি বিশেষ মহল অর্থের লোভে লায়ন মুজিবকে রাজনীতিতে আগমণ ঘটিয়েছে। প্রবীণ রাজনীতিবীদ জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কক্সবাজার শহর আওয়ামীলীগের দীর্ঘ সময় সাধারণ সম্পদকের দায়িত্ব পালনকারী জেলা সদস্য, আলহাজ্ব মোঃ হোসেন বি.এ জানান, এই সম্মেলন প্রস্তুতি কমিটি সৎ, নিষ্ঠাবান, স্বচ্ছ রাজনীতিবিদ, সাবেক বর্তমান জনপ্রতিনিধিদের নিয়ে গড়া গ্রহণযোগ্য কমিটি। আমি মনে করি এই কমিটির মাধ্যমে পেকুয়া রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তন অচিরেই সম্ভব।