সংবাদ বিজ্ঞপ্তি:
রামু সরকারি কলেজে ৫ শতাধিক শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেছে রামুর অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন রামু ব্লাড ডোনার’স এসোসিয়েশন।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিটি সকাল ৯টা থেকে শুরু হয়। কার্যক্রম উদ্বোধন করেন রামু সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল হক।
তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের কর্মসূচি খুবই প্রয়োজন। ছাত্র-ছাত্রীদের বিভিন্ন পর্যায়ের, বিভিন্ন সময় রক্তের গ্রুপ জানার প্রয়োজন রয়েছে। রামু ব্লাড ডোনার’স এসোসিয়েশনের উদ্যোগকে আমি স্বাগত জানাই।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জিকু চৌধুরি ও এডভোকেট তানভির শাহ্।
কর্মসূচি চলে সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত।
রক্ত দিতে পেরে প্রতিক্রিয়ায় একাদশ শ্রেণীর ছাত্র মোঃ শেফায়াত উল্লাহ বলেন, জীবনের প্রথমবার আমি রক্তের গ্রুপ নির্ণয় করেছি। বিনা মূল্যে আমার রক্তের গ্রুপ জানতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। মানবতার প্রয়োজনে আমি রক্ত দিতে প্রস্তুত।
কর্মসূচির সমন্বয় করেন রামু ব্লাড ডোনার’স এসোসিয়েশনের এডমিন সায়েদ, লোকমান এবং রাজু ।
এছাড়াও রামু ব্লাড ডোনার’স এসোসিয়েশনের অর্ধশতাধিক স্বেচ্ছাসেবক রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
রামু কলেজে ৫ শতাধিক শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।