এ কে এম ইকবাল ফারুক, চকরিয়া:
কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে শহিদুল ইসলাম নামে এক বালু ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় একটি ড্রেজার মেশিন ও একটি জেনারেটর জব্দ করা হয়। জরিমানা প্রদানকারী শহিদুল ইসলাম উপজেলার বিএমচ ইউনিয়নের জালাল আহমদের ছেলে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.তানভীর হোসেন বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মাতামুহুরী নদীর বিএমচর পয়েন্টে এ অভিযান চালায়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.তানভীর হোসেন বলেন, মাতামুহুরী নদীর বিএমচর পয়েন্টে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের খবর পেয়ে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ওই এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়। এসময অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে শহিদুল ইসলাম নামে এক বালু ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় ও বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন ও একটি জেনারেটর জব্দ করা হয়। এসি ল্যান্ড আরও বলেন, নদীতে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় নদীতে চোরাবালির সৃষ্টি হয়। এতে সাধারণ মানুষ ঝুঁকির মধ্য থাকে। ভবিষ্যতেও অবৈধভাবে বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবেন বলে জানান তিনি।
ভ্রাম্যমান আদালতের অভিযান চলাকালে চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান, ভ্রাম্যমাণ আদালতের পেশকার ও ভুমি অফিসের সহকারী মিলন বড়ুয়াসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও ভুমি অফিসের লোকজন উপস্থিত ছিলেন।