আবদুল মজিদ,চকরিয়া

কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নে ১৯৯৩ সনে ১ জানুয়ারী প্রতিষ্ঠিত বরইতলী দাখিল মাদরাসাটি মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী গত ২৩ অক্টোবর’১৯ইং এমপিওভূক্ত হিসেবে অনুমোদন লাভ করায় বৃহস্পতিবার (২৪অক্টোবর) সকাল ১১টায় মাদরাসা সংলগ্ন মসজিদ প্রাঙ্গনে শুকরিয়া সভা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে পবিত্র খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল করা হয়েছে। এতে মাদরাসা কমিটির সদস্য, শিক্ষক,অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেন মাদরাসার সুপার মাওলানা জসিম উদ্দিন। পরে মাদরাসা প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা জামাল উদ্দিন আহমদের কবর জিয়ারত করা হয়। এসময় উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব জমির উদ্দিন আহমদ, ইউপি সদস্য নাছির উদ্দিন, কমিটির সদস্য যথাক্রমে রশিদ আহমদ, ছদরুল আমিন, নুরুল কবির মিয়া, আবদু ছালাম, রুহুল আমিন, মাস্টার বেলাল আহমদ, রাশেদা বেগম, মর্তুজা বেগম প্রমূখ। অত্র মাদরাসায় বর্তমানে ৬৬৬জন ছাত্র-ছাত্রী এবং ১৭জন শিক্ষক-শিক্ষিকা রয়েছে। তন্মধ্যে ৯জন এমপিওভূক্ত হয়েছে।