আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার) :

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং উচ্চ বিদ্যালয় উচ্চতর এমপিওভুক্ত ঘোষণা হওয়ায় ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভবকেদের নেতৃত্বে আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

বৃহ¯পতিবার (২৪ অক্টোবর) সাবরাং উচ্চ বিদ্যালয় কতৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম ও স্থানীয় এমপি শাহীন আক্তার বদিকে অভিনন্দন জানিয়ে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিতে উচ্চ বিদ্যালয়ের প্রায় এক হাজার শিক্ষার্থী, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয়ের গেইট চত্বরে শিক্ষার্থী ও শিক্ষকরা আনন্দে মেতে ওঠে।

বিদ্যালয় চত্বর থেকে বৃহ¯পতিবার বেলা ১১টায় শুরু হওয়া র‌্যালিতে নেতৃত্ব দেন সাবরাং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ-উদ-উল্লাহ। এসময় উপস্থিত ছিলেন,সাবরাং উচ্চ বিদ্যালয়ের সহাকারী শিক্ষক,আনিসুর রহমান,প্রভীর মজুমদার,এনামুল হক,মোঃ রফিক,মদন কান্তি রুদ্র,জামাল হোসেন,পিটিএর সভাপতি মোস্তাক আহমদ,টেকনাফ উপজেলা ছাত্রলীগের সাধারণ স¤পাদক সাইফুল ইসলাম মুন্না,সাবরাং ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হক মুন্না,শিক্ষক,অভিভাবক,ছাত্র-ছাত্রীবৃন্দ প্রমুখ।

র‌্যালী শেষে এক পথসভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুন্না বলেন, ২৭৩০ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সাবরাং উচ্চ বিদ্যালয়কে এমপিওভুক্ত ঘোষণা করায় এলাকাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীও জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এসরকার শিক্ষাবান্ধব সরকার ১৬ কোটি মানুষকে সুশিক্ষায় শিক্ষিত করার কাজ করে যাচ্ছে।

সাবরাং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মফিজ-উদ-উল্লাহ বলেন,যে প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে টেকনাফ উপজেলায় আলোর প্রদীপ জ্বালিয়ে যাচ্ছে শিক্ষা বিস্তারের মাধ্যমে সাবরাং উচ্চ বিদ্যালয় ১৯৯৯ সালে যখন শেখ হাসিনা সরকার ছিল তখন নি¤œমাধ্যমিক হিসেবে এমপিওভুক্ত হয়। আজ দীর্ঘ ২০বছর পর সাবরাং উচ্চ বিদ্যালয়ের ফলাফল এবং মান বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উপস্থিতি সেটা বিবেচনা করে সরকার ২০১৯ সালের মাঝামাঝি সময়ে এসে সাবরাং উচ্চ বিদ্যালয়কে উচ্চতর এমপিওভুক্ত করেছে। আমি সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংশ্লিষ্ট শিক্ষামন্ত্রী মহোদয়গণ এবং মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলমসহ সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। উচ্চতর এমপিওভুক্ত করায় সাবরাং উচ্চ বিদ্যালয় যেই সমস্ত শিক্ষক কর্মচারী আছে আমরা পূর্বের চেয়ে দ্বিগুণ উজ্জীবিত হয়েছি। অতীতে যে ভাল ফলাফল করে আসতেছে সে ধারাবাহিকতা অব্যাহত রেখে প্রতিবছর ১০০% পাস করে। আগামীতেও আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেব। মানসম্মত শিক্ষায় এখানে এভাবে শিক্ষাবিস্তার করব ভবিষ্যৎ প্রজন্ম কোন অন্যায় পথে ধাবিত না হয় মাদক দুর্নীতিতে লিপ্ত না হয় সেই মন মানসিকতা নিয়ে শিক্ষক পরিচালনা কমিটি রাজনৈতিক ব্যক্তিবর্গকে সাথে নিয়ে কাজ করে যাবো। পরিশেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ধন্যবাদ জানায়। উচ্চতর এমপিভুক্ত হওয়াতে আমরা ভীষণ আনন্দিত।

উল্লেখ্য,নতুন করে এমপিওভুক্ত (মান্থলি পেমেন্ট অর্ডার) করা হলো ২৭৩০ শিক্ষা প্রতিষ্ঠান। বুধবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব প্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা দেন। এর মধ্য দিয়ে বহু শিক্ষক-কর্মচারীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো। প্রধানমন্ত্রী ঘোষণা দিলেও এমপিওভুক্তির সিদ্ধান্ত কার্যকর হবে আগামী জুলাই মাস থেকে। সাড়ে ৯ বছর পর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হলো।