এম.নুরুদ্দোজা,চকরিয়া (কক্সবাজার):
কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৬ নংওয়ার্ডের মৌলভীরকুম বাজারে গভীর রাতে মুদির দোকানের তালা কেটে সারাদিনের মাল বিক্রির সওদাগরের অর্ধ লক্ষাধিক টাকা নিয়ে গেছে চোরের দল । ঘটনাটি ঘটেছে ২৩ অক্টোবর বুধবার গভীর রাতে চকরিয়া পৌরসভার মৌলভীরকুম বাজার নামক এলাকায় । মুদি দোকানের মালিক মোঃ শাহা আলম সওদাগর জানান ,মঙ্গলবার রাত্রে আমি আমার দোকানের সারাদিনের মালামাল বিক্রির অর্ধ লক্ষাধিক টাকা ক্যাশবাক্সে রেখে দোকান বন্ধ করে গ্রীলে তালা লাগিয়ে বাড়ি চলে যাই। পরের দিন ২৩ অক্টোবর বুধবার ফজরের নামাজ পড়ে এসে দোকান খুলতে গিয়ে দেখি আমার মুদি দোকানের গ্রীলে লাগানো তিনটি তালা কেটে চোরের দল দোকানের ভিতরে ডুকে ক্যাশবাক্সে রক্ষিত টাকা গুলো নিয়ে গেছে । এভাবেই চুরির এ ঘটনা ঘটিয়েছে চোরের দল । এ নিয়ে এলাকায় ব্যবসায়ীদের মাঝে চরম আতংক ছড়িয়ে পড়েছে । চুরির ঘটনায় চকরিয়া থানায় একটি সাধারণ ডাইরি করা হয়েছে ।
চকরিয়ায় গ্রীলের তালা কেটে মুদি দোকানীর ৫০হাজার টাকা চুরি
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।