ইমাম খাইর, সিবিএন:
কক্সবাজার শহরের লাইট হাউজ সংলগ্ন সাজ্জাদ আবাসিক কটেজ থেকে ইয়াবাসহ দুইজনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য অধিদপ্তর।
তারা হলো- মহেশখালীর গোরকঘাটা দক্ষিণ নলবিলা সোনাজানপাড়ার মো. শরীফের ছেলে আবুল বশর (৩১) এবং চকরিয়া পূর্ব বড় ভেওলা ৭ নং ওয়ার্ডের আবদুল মালেকের ছেলে মোঃ ওসমান (২০)।
মঙ্গলবার (২২ অক্টোবর) বেলা দেড়টার দিকে এ অভিযান চালানো হয়।
আটককৃতদের বিরুদ্ধে উপপরিদর্শক (এসআই) শেখ আবুল কাশেম বাদি হয়ে সংশ্লিষ্ট আইনে মামলা করেছেন।
ওই মামলায় আসামীদের কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ইন্সপেক্টর আবদুল মালেক তালুকদার।
আবাসিক কটেজ থেকে ইয়াবাসহ আটক ২
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
