মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ইয়াফেস ওসমান ২ দিনের সফরে কক্সবাজার এসেছেন। মঙ্গলবার ২২ অক্টোবর বিকেলে তিনি কক্সবাজার পৌঁছালে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (প্রটোকল ও মানবসম্পদ উন্নয়ন), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আদিবুল ইসলাম সহ উর্ধ্বতন কর্মকতারা তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান কক্সবাজার অবস্থানকালে পূর্ব নির্ধারিত কয়েকটি প্রোগ্রামে অংশ নেবেন বলে সংশ্লিষ্ট সুত্র সিবিএন-কে নিশ্চিত করেছেন।