মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
যাত্রী, পথচারী, চালক, কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট সকলে ট্রাফিক আইন যথাযথভাবে মেনে চললেই সড়ক দূর্ঘটনা অধিকাংশ ক্ষেত্রে কমে আসবে। স্বাভাবিকভাবে আমাদের দেশে আইন মেনে চলার প্রবণতা একটু কম। এটা কখনো কারো কাম্য নয়। আমাদের সবাইকে সর্বক্ষেত্রে আইন মেনে চলতে অভ্যস্থ হতে হবে। জাতীয় নিরাপদ সড়ক দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) একথা বলেন। এডিএম মোহাঃ শাজাহান আলি বলেন, কক্সবাজার শহরের যানজটে মানুষের জীবনযাত্রা অনেকটা দুর্বিসহ উঠেছে। এ যানজট নিরসনে সবাইকে একযোগে কাজ করতে হবে। শহরে চলাচলকারী অবৈধ যানবাহন অপসারণ ও সড়ক গুলো সংস্কারে এগিয়ে আসর জন্য এডিএম মোহাঃ শাজাহান আলি সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।
“জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়” এই প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভার আগে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের নেতৃত্বে বেলুন উড়িয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবসের অনুষ্ঠানমালার সূভসুচনা করা হয়। পরে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের নেতৃত্বে শহরে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালী ও আলোচনা সভায় অন্যান্যের মধ্যে সাবেক এমপি খুরশীদ আরা হক, ডেপুটি সিভিল সার্জন ডা. মহিউদ্দিন মোঃ আলমগীর, সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) বাবুল চন্দ্র বণিক, জেলা পুজা উদযাপন কমিটির সভাপতি এডভোকেট রনজিত দাশ, বিআরটিএ এর সহকারী পরিচালক উথোয়াইনু চৌধুরী, পরিদর্শক আরিফুল ইসলাম, মেকানিকাল এসিস্ট্যান্ট মোহাম্মদ বেলাল, নঈমুল হক চৌধুরী টুটুল, আবদুল মাবুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।