সোয়েব সাঈদ, রামু:
চুনতীর ১৯ দিন ব্যাপী ৪৯ তম মাহফিলে সীরতুন্নবী (স.) সফল করার লক্ষ্যে রামুতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় রামু বাইপাস কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান মেহমান ছিলেন, শাহ সাহেব কেবলা (রহ.) এর দৌহিত্র ও মাহফিলের মুতাওয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক মওলানা আব্দুল মালেক মুহম্মদ ইবনে দিনার নাজাত।
এতে বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন, রামু জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস ও রামু বাইপাস কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ আবদুল হক, মাহফিলের মুতাওয়াল্লী কমিটির সদস্য ও চুনতী মাদরাসার অধ্যক্ষ মওলানা হাফিজুল হক নিজামী, রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি রিয়াজ উল আলম, জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স, জেলা পরিষদ সদস্য নুরুল হক, কলঘর আবু বক্কর ছিদ্দিক (রহ.) বালিকা মাদ্রাসার সুপার মাওলানা শরিফুল হক, শিক্ষক মাওলানা আবদুল জব্বার প্রমূখ।
মাওলানা আবুল ফয়েজ এর সঞ্চালনায় ও আবু হানিফ মো. রোবাইদ এর সার্বিক তত্ত্বাবধানে সভায় মসজিদে বায়তুল্লাহর খতিব হাফেজ মাওলানা সালাহ উদ্দিন হাবিবী, মাওলানা জমিল উদ্দিন, মাওলানা মঈন উদ্দিন, রামু সরকারি কলেজের অধ্যাপক ইজত উল্লাহ, জোয়ারিয়ানালার সাবেক মেম্বার যুবলীগ নেতা আওরঙ্গজেব টিপু, ফতেখাঁরকুল ইউনিয়নের সাবেক মেম্বার মীর্জা নুরুল আবছার, সমাজসেবক মোহাম্মদ শাহজাহান, রামু উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা নুরুল হাকিম, সাংবাদিক সোয়েব সাঈদ, আল মাহমুদ ভূট্টো, রামু লেখক ফোরামের সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, সাধারন সম্পাদক আহমদ ছৈয়দ ফরমান, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার আবু বক্কর ছিদ্দিক, মাহবুবুর রহমান, মোসলেহ উদ্দিন, এবাদুর রহমান, আব্দুস শুকুর, মুহতাদি, মুহাম্মদ আলম, জসিম উদ্দিন, তাজুল ইসলাম, মোবারক আলী, জাবেদ, সাইফুল, ছাত্রনেতা একেরামুল হক ইয়াছিন সহ সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, প্রখ্যাত আলেমেদ্বীন হযরত আলহাজ¦ শাহ মাওলানা হাফেজ আহমদ (রাহ.আ.) শাহ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিন ব্যাপি ৪৯ তম মাহফিলে সীরতুন্নবী (স.) আগামী ১০ নভেম্বর শুরু হবে এবং ২৮ নভেম্বর দিবাগত রাতে আখেরী মুনাজাতের মাধ্যমে শেষ হবে। এতে সর্বস্তুরের তৌহিদী জনতাকে আমন্ত্রণ জানানো হয়। এতে মোনাজাত পরিচালনা করেন, মাওলানা হাফেজ আবদুল হক।