মুহাম্মদ মনজুর আলম , চকরিয়া:

কক্সবাজারের চকরিয়ার দুই তামাক ব্যবসায়ী ঢাকায় নিখোঁজ হয়েছেন। রবিবার সকালে বিমান যোগে কক্সবাজার থেকে ঢাকা গিয়ে নিখোঁজ হন তারা।

নিখোঁজ ব্যবসায়ী শাহ আলম (৫০) উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের বাসিন্দা ও রশীদ আহমদ (৫৫) লক্ষ্যারচর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য। নিখোঁজের ৩২ ঘন্টা পার হলেও উদ্ধার হয়নি দুই ব্যবসায়ী।

লক্ষ্যারচর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার পরিবারের উদ্বৃতি দিয়ে বলেন, গত রবিবার সকালে ব্যবসায়ীক কাজে চকরিয়া থেকে কক্সবাজার হয়ে বিমানে ঢাকায় যান। বিমান বন্দর থেকে বের হওয়ার পর তাদের মোবাইল বন্ধ রয়েছে। খোঁজ পাওয়া যাচ্ছেনা কোথাও। এ ঘটনায় নাইমুল ইসলাম নামের অপর এক ব্যবসায়ী ঢাকা বিমান বন্দর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। এদিকে দুই ব্যবসায়ী নিখোঁজের খবরে তাদের পরিবারে চলছে আহাজারি।

গোলাম মোস্তফা কাইছার আরো বলেন, তারা দুইজনই তামাক ব্যবসায়ী। ঢাকার বিভিন্ন তামাক কোম্পানীর সাথে তাদের ব্যবসা রয়েছে।