এম.মনছুর আলম, চকরিয়া :

বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনায় শ্রেষ্ঠ মামলা তদন্তকারী অফিসারের সম্মাননা পেয়েছেন চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) প্রিয়লাল ঘোষ। মাদক উদ্ধার, অস্ত্র উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও সর্বোপরি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় বিভিন্ন ক্যাটাগরীতে এ শ্রেষ্ঠত্বের সম্মাননা প্রদান করে পুলিশ।
রবিবার (২০ অক্টোবর) চট্টগ্রাম রেঞ্জে ডিআইজি সম্মেলন কক্ষে রেঞ্জের সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভার প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম এর নিকট থেকে সম্মাননা ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন এসআই  প্রিয়লাল ঘোষ।
অনুষ্ঠানে অতিরিক্ত ডিআইজি (অপারেশন এন্ড ক্রাইম), অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ ), কক্সবাজার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনসহ বিভিন্ন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ মামলা তদন্তকারী অফিসারের সম্মাননা প্রাপ্তিতে পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) কাজী মো: মতিউল ইসলাম, চকরিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মো.হাবিবুর রহমানসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এক প্রতিক্রিয়ায় চকরিয়া থানার এসআই প্রিয়লাল ঘোষ।
তিনি বলেন, রেঞ্জের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পাওয়া বড়ই আনন্দ ও গৌরবের। এটি অপরাপর সদস্যদের জন্যও কাজের গতি বাড়াতে অত্যন্ত ভূমিকা রাখবে।
পুলিশের সুনাম রক্ষা ও আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।