মো. নুরুল করিম আরমান, লামা :

বান্দরবানের লামা উপজেলায় একটি যাত্রীবাহি জীপ গাড়ির ধাক্কায় মো. জোবায়ের (২৮) নামের এক মোটর সাইকেল যাত্রীর নিহত হয়েছেন। রবিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সরই ইউনিয়নের ক্যায়াজু পাড়া বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জোবায়ের চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের গৌড়স্থান এলাকার সিকদার পাড়ার বাসিন্দা মৃত মন্নাফের ছেলে।

সূত্র জানায়, জোবায়ের, জমির হোসেন ও দেলোয়ার হোসেন মোটর সাইকেল যোগে রবিবার রাত সাড়ে ৮টার দিকে সরই ইউনিয়নের ক্যায়াজুপাড়া থেকে আমতলী এলাকায় যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে ছেড়ে আসা একটি বেপরোয়ার জীপ গাড়ি মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলে মোটর সাইকেল যাত্রী জোবায়ের নিহত হন এবং অপর দুই জন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে কাছাকাছি পদুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার পর জীপ চালক ও সহকারী পালিয়ে যায়। পরে ঘাতক জীপ গাড়িকে আটক করে পুলিশ।

জীপ গাড়ির ধাক্কায় একজন নিহত ও দুই জন আহত হওয়ার সত্যতা নিশ্চিত করে ক্যায়াজু পাড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ কাসেম আলী বিশ্বাস বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।