সংবাদ বিজ্ঞপ্তিঃ
স্বেচ্ছাসেবী সংস্থা সায়মুন সংসদের অঙ্গ পরিষদ ছাত্র পরিষদ কর্তৃক আয়োজিত আলীর জাঁহালস্থ বটতলী মাঠে ১৯ দিনব্যাপী উন্মুক্ত নাইট গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের পর্দা উঠেছে রবিবার।
টুর্ণামেন্টে ৩২টি দল অংশ গ্রহণ করবে। প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ৯ টা পর্যন্ত দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী ম্যাচ এস এম পাড়া বনাম সমিতি বাজার এ দু’লের মধ্যে অনুষ্ঠিত হয়।
পরের ম্যাচ স্টুডেন্ট সোসাইটি বনাম সায়মুন সংসদ ছাত্র পরিষদ।
উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সংস্থার চেয়ারম্যান বলেন, বিভিন্ন রোগ থেকে মানুষকে সচেতন করতে খেলাধুলার অবদান অনস্বীকার্য। যুব সমাজকে মাদক, ইভটিজিং, স্মার্টফোন আসক্তিসহ বিভিন্ন অপকর্ম থেকে দূরে রাখতে চলমান সাপ্তাহিক টুর্ণামেন্ট।
ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক জহিরুল আলম জহিরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক ৭১ সম্পাদক রুহুল আমিন সিকদার।
প্রধান বক্তা ছিলেন জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট বিষয়ক সম্পাদক এবং সায়মুন সংসদের সহসভাপতি অধ্যাপক জসিম উদ্দিন, সংস্থার চেয়ারম্যান ও কক্সবাজার সিটি কলেজের শিক্ষক নুরুল আবছার সিকদার, আমিনুর রশিদ, কাউন্সিলর শাহাবউদ্দিন সিকদার, আহমদ ছফা, ছাত্র পরিষদের সাবেক সভাপতি মহিউদ্দিন সিকদার, মোঃ ইউসুফ আলী, রফিকুল ইসলাম, জয়নাল আবেদিন।
খেলার সার্বিক পরিচালনায় ছিলেন এহতেশামুল হক, শেফায়ত হোসেন শেফা, মোঃ কাদের হোসেন।