বলরাম দাশ অনুপম:
কক্সবাজার সদরের ইসলামপুরের একটি জুয়ার আস্তান গুঁড়িয়ে দিয়েছে পুলিশ। এসময় সেখান থেকে ৬ জুয়াড়িকে আটক করা। ২০ অক্টোবর (রবিবার) দুপুরে পূর্ব নাপিতখালী ফুটবল খেলার মাঠ সংলগ্ন জনৈক জসিমের জুয়ার আস্তানায় ঈদগাঁও তদন্ত কেন্দ্রের একদল পুলিশ এই অভিযান চালায়।
অভিযানে আটককৃত জুয়াড়িরা হলো-স্থানীয় মৃত মমতাজুল হকের ছেলে কায়েস উল হক, লাল মোহাম্মদের ছেলে বাবর, আবদু শুক্কুরের ছৈয়দ আলম, চাঁন মিয়ার ছেলে মুস্তাফিজ, আলী আহমদের ছেলে নুরুল ইসলাম ও গুরা মিয়ার ছেলে শামশুল আলম।
অভিযানের সত্যতা নিশ্চিত করে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ আসাদুজ্জামান জানান-দীর্ঘদিন ধরে ওই আস্তানায় জমজমাট জুয়ার আসর বসিয়ে আসছিল সংঘবদ্ধ একটি চক্র। রবিবারের অভিযানে জুয়ার আস্তানাটি সম্পূর্ণ গুঁড়িয়ে দেয়া হয়েছে। পাশাপাশি আটক জুয়াড়িদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।