সিবিএন:
সম্প্রতি অসুস্থতা অনুভব করা পর উন্ন চিকিৎসা ও শরীর চেকআপ করার জন্য ভারতে অবস্থান করছেন কক্সবাজারের জনপ্রিয় সাংবাদিক, যমুনা টিভির স্টাফ রিপোর্টার ইমরুল কায়েস চৌধুরী। তিনি গত ১৫ অক্টোবর মঙ্গলবার বিকেলে ভারতে যান। সেখানে তিনি এ্যাপোলো হার্ট হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ইতিমধ্যে শরীরের বিভিন্ন পরীক্ষা সম্পন্ন করেছেন। এখনো নিয়মিত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
সাংবাদিক ইমরুল কায়েস চৌধুরী সম্প্রতি হৃদের জটিলতার কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন। তিনি দুই দিন কক্সবাজার সদর হাসপাতালে আইসিওতে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসায় দ্রুত সময়ের স্বাভাবিক সুস্থতায় ফিরে আসেন। তবে চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসা ও শরীর চেকআপের জন্য ভারতে যেতে পরামর্শ দেন। চিকিৎসকদের পরামর্শ মোতাবেক সাংবাদিক ইমরুল কায়েস ভারত যান।
এ প্রসঙ্গে তিনি বলেন, সময় স্বল্পতার কারণে সবার সাথে যোগাযোগ বা সাক্ষাত করার সুযোগ হয়নি। এই দুঃখ প্রকাশ করছি। সুচিকিৎসা গ্রহণ ও যথার্থ সুস্থতার জন্য আমি সবার কাছে দোয়া কামনা করছি।