মোঃ জয়নাল আবেদীন টুক্কুঃ
রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের শাহ সুজা সড়কে মোটর সাইকেলের ধাক্কায় আহত বৃদ্ধ নুরুল ইসলাম (৬৫) মারা গেছেন। ইন্নালিল্লাহি লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
শনিবার (১৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এর আগে সন্ধ্যায় আহত হলে তাকে হাসপাতালে নেয়া হয়।
মরহুম নুরুল ইসলাম কচ্ছপিয়া ইউনিয়নের নতুন তিতার পাড়ার মোহাম্মদ আলীর ছেলে।
ঘটনাস্থলে থাকা খাইরুল আমিন ও মেহেদি হাসান জানান, বৃদ্ধ নুরুল ইসলাম সন্ধ্যায় ওষুধের জন্য গর্জনিয়া বাজারে যাওয়ার পথে ডাক বাংলোর দক্ষিণ পাশে নতুন তিতার পাড়াস্থ শাহ সুজা সড়কে এ দুর্ঘটনার শিকার হন।
এলাকাবাসীর অভিযোগ, গর্জনিয়া-কচ্ছপিয়ায় প্রতিদিন কোনো না কোনো স্থানে এই ভাবে অবৈধ মোটরসাইকেল ও টমটম গাড়ির দুর্ঘটনা ঘটছে। গত দুই বছরে শিশুসহ ৭ জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়।
এদিকে গর্জনিয়া-কচ্ছপিয়ায় হাজার হাজার মানুষ ভাড়ায় চলিত অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
অবৈধ এসব গাড়ী ও ঘটনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল খায়ের।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।