মো.নাছির উদ্দিন, রামু:
রামুতে খতিয়ান জালিয়াতির দায়ে ভোটার হতে এসে ২ জনকে আটক করে অর্থদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

এরা হলেন রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ফকিরারমুরা এলাকার মিয়া হোছনের ছেলে মোহাম্মদ জসিমউদ্দিন (২৫),অপর জন হলেন একই ইউনিয়নের আসমারঘোনা এলাকার মো. ছালামের ছেলে আনোয়ার হোছাইন (১৮)।

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে তাদের আটক করে এ অর্থদ- দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চাইথোয়াইলা চৌধুরী।

জানা যায়, রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে মোহাম্মদ জসিম উদ্দিন ও আনোয়ার হোছাইন নামে ২ব্যক্তি হালনাগাদ ভোটার তালিকার চূড়ান্ত কার্যক্রমে ছবি তুলতে আসেন।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চাইথোয়াইলা চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।