নিজস্ব প্রতিবেদক
পল্লীবন্ধু পরিষদ কক্সবাজার জেলার আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহবায়ক ডঃ এমডি নুরুল আজহার এডভোকেট ও সদস্যসচিব নেওয়াজ আলী ভূঁইয়ার যৌথ স্বাক্ষরে ১৯ অক্টোবর দেশের কোন জেলা পর্যায়ে এই প্রথম কমিটি অনুমোদিত হলো।
৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিতে জাতীয় পার্টির প্রবীণ নেতা ও পোড়খাওয়া রাজনীতিবিদ মাস্টার এম এ মনজুর আহ্বায়ক করা হয়েছে।
এছাড়া এডভোকেট আহমদ কবির, আজিজুল হক আজিজ, ফেরদৌস আলম হেলাল, নুরুল আমিন সিদ্দিকী, আলহাজ্ব রুহুল আমিন সিকদার, মোঃ দেলোয়ার হোসেন, সুলতান মাহমুদ এবং মোঃ বেলাল উদ্দিন যুগ্ম আহ্বায়ক ও এসএম মাহবুব ছিদ্দিকীকে সদস্য সচিব করা হয়েছে।
সদস্যদের মধ্যে রয়েছেন- মোঃ ইসমাইল কালু, মোঃ শাহজাহান, জাহাঙ্গীর আলম, আব্দুল ওয়াজেদ, মোঃ নুরুল ইসলাম, এমদাদুল ভুট্টু, বখতিয়ার কামাল, মোঃ জাহাঙ্গীর আলম, আবুল কাশেম, সরওয়ার আলম, মুফিজুল আলম, ওবায়দুর রহমান কায়সার, মোঃ আব্দুল্লাহ, মাহবুব আলম, মোসাদ্দেক ফারুকী।