সংবাদ বিজ্ঞপ্তিঃ
উখিয়া পালংখালী ইউনিয়নের থাইনখালী এলাকার বাসিন্দা আওয়ামী লীগ নেতা আহমদ উল্লাহ সওদাগরের ভাই কলিম উল্লাহ মৃত্যুবরণ করেছেন।
ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
শনিবার (১৯ অক্টোবর) দুপুর ১২ টার দিকে কুতুপালং এমএসএফ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।
বিকেল পাঁচটায় থাইংখালী স্টেশন জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
এদিকে, কলিম উল্লাহর মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন- কক্সবাজারস্থ পালংখালী সমিতির আহ্বায়ক কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র আইনজীবী মোহাম্মদ আব্দুল মন্নান, যুগ্মআহবায়ক এম. মোক্তার আহমদ, সদস্য সচিব সাবেক ছাত্রনেতা আলী আহমদ।
তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত স্বজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
থাইনখালীর কলিম উল্লাহর মৃত্যু, কক্সবাজারস্থ পালংখালী সমিতির শোক
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে