মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এডভোকেট মোঃ মাহবুব আলী এবং একই মন্ত্রণালয়ের সচিব মোঃ মহিবুল হক দু’দিনের সফরে পর্যটন নগরী কক্সবাজারে এসেছেন।
প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী ও সচিব মোঃ মহিবুল হক শনিবার ১৯ অক্টোবর কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে অতিরিক্ত জেলা প্রশাসক (প্রটোকল ও মানবসম্পদ উন্নয়ন) সরওয়ার কামাল, বাংলাদেশ বিমানের ব্যবস্থাপক, সিভিল এভিয়েশনের কর্মকর্তা, কক্সবাজার পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক সহ উর্ধ্বতন কর্মকতারা তাঁদের স্বাগত জানান।
প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী ও সচিব মহিবুল হক কক্সবাজারে পূর্ব নির্ধারিত কর্মসূচীতে অংশ নেবেন বলে বিশ্বস্থ সুত্র সিবিএন-কে নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।