মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

মেরিন ড্রাইভ সড়কের উখিয়া উপজেলার ইনানী ইমামের ডেইল এলাকায় অজ্ঞাত এক যুবকের লাশ পাওয়া গেছে। শনিবার ১৯ অক্টোবর ভোর সাড়ে ৬ টার দিকে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ অজ্ঞাত যুবকের লাশটি দেখতে পায়।

স্থানীয় লোকজন পড়ে থাকা লাশটির বিষয়ে উখিয়া থানা পুলিশকে খবর দেয়। স্থানীয় লোকজন সিবিএন-কে জানান, লাশের গায়ে কালো শার্ট, পরনে জিন্স প্যান্ট ও শরীরে গুলির চিহ্ন রয়েছে। নিহত যুবকের বয়স অনুমানিক ২৮ বছর পর্যন্ত হতে পারে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল মনসুর সিবিএন-কে জানান, ইনানী ইমামের ডেইল এলাকায় একটি লাশ পড়ে আছে খবর পেয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।