লোহাগাড়া প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি আন্জুমন-ই নওজুয়া মাঠে মরহুম ইসহাক মিয়া (আন্ত:ইউনিয়ন) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ২৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে।

খেলায় ১৬টি দল অংশগ্রহন করবে। কনফিডেন্স সল্ট লিমিটেড এর সার্বিক সহযোগিতায় এ খেলার আয়োজন করে ক্লাব-৭১।

এ উপলক্ষে শুক্রবার (১৮ অক্টোবর) প্রস্তুতি সভা শেষে রাত ১০টায় লোহাগাড়া থানার ওসি মু. সাইফুল ইসলামের সাথে মতবিনময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনময় সভায় খেলার সার্বিক পর্যলোচনা ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- লোহাগাড়া ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাষ্টার এস কে সামশুল আলম, লোহাগাড়া রেফারী সমিতির সদস্য মাষ্টার মনছুর আলম, লোহাগাড়া প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহেদুল ইসলাম, খেলা পরিচালনা কমিটির আহবায়ক ও লোহাগাড়া উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক ফজলে এলাহী আরজু, উপদেষ্টা নায়েম উদ্দিন, কামরুল্লাহ সাজেদ, আরিফ রব্বানী নিয়াজ মোর্শেদসহ ক্লাব ৭১ এর সকল সদস্যবৃন্দ।