এ কে এম ইকবাল ফারুক, চকরিয়া:
চকরিয়া পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের মগবাজার মাষ্টারপাড়া এলাকার ইমাম হোসাইন (রা:) সুন্নিয়া মাদ্রাসা ভবন নির্মাণের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) দুপুর ২টায় স্থানীয় গণমান্য ব্যক্তিদের নিয়ে বিশেষ মোনাজাতের মাধ্যমে ভিত্তিপ্রস্থর স্থাপন করেন কাহারিয়াঘোনা সিকদারপাড়া জামে মসজিদের সাবেক খতিব আলহাজ্ব মাওলানা মনজুর আলম। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. ওসমান গণি ।

এসময় উপস্থিত ছিলেন, ইমাম হোসাইন (রা:) সুন্নিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও চকরিয়া সিটি কলেজের অধ্যক্ষ মো. সালাহউদ্দিন খালেদ, চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জিয়াবুল হক, আলহাজ্ব নুরুল ইসলাম, চকরিয়া সিটি কলেজ পরিচালনা কমিটির সদস্য খোরশেদ আলম, বাইতুন-নুর মসজিদের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোহাম্মদ শাহাজান, খুটাখালী কিশলয় উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাষ্টার এনামুল হক, নুরুল আজিম, কাহারিয়াঘোনা সিকদারপাড়া মসজিদের খতিব মাওলানা আজিজুল হক জিহাদী, মগবাজার মাষ্টারপাড়া বাইতুন-নুর মসজিদের খতিব মাওলানা আবুল কাসেম নুরী, মগবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা বেলাল উদ্দিন নুরী, মাওলানা কাজী নাজেম উদ্দিন, বিনামারা মসজিদের খতিব মাওলানা জাফর আলম হামিদী, নুর মোহাম্মদ পটু, বিশিষ্ট দানবীর মোহাম্মদ পারভেজ, মাদ্রাসা কমিটির অর্থ সম্পাদক নুরুল হক, মাদ্রাসা পরিাচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব নুরুল ইসলাম, আবদুল করিম, আবদুল হামিদ, মোহাম্মদ ইসলাম, হেলাল উদ্দিন, গিয়াস উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা ইলিয়াছ এবং নাতে রসুল (স:) পরিবেশন করেন মাওলানা নুরুল আমিন।