প্রেস বিজ্ঞপ্তি :
দীর্ঘদিন ভারতে চিকিৎসাধীন থাকার পর কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শামীম আরা স্বপ্না শুক্রবার বিকেলে বিমানযোগে কক্সবাজার বিমান বন্দরে পৌঁছলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাঁকে স্বাগত জানান।
পরে নেতাকর্মীরা তাঁকে মোটর শোভাযাত্রায় জেলা বিএনপি কার্যালয়ে নিয়ে আসেন। এসময় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় কারাগারে রয়েছেন। দেশনেত্রীকে মুক্ত করার জন্য চলমান আন্দোলনকে আরো বেগবান করার জন্য নেতাকর্মীদের আহবান জানান।
এসময় জেলা বিএনপি, শ্রমিকদল, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদলসহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।