আলাউদ্দিন, লোহাগাড়া :
লোহাগাড়ায় নিয়মিত মামলার পলাতক আসামিসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর ) রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন ।
আটককৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি উপজেলার বড়হাতিয়া এলাকার মো: হুমায়ন (৩৬), চরম্বা এলাকার আবদুল আজিজ (২৭), একই এলাকার আবদুল খালেক (৩৪ ) ও আবদুল করিম।
এছাড়াও মাদক মামলার উপজেলার পদুয়া এলাকার কৃঞপদ জল দাশ (৩৮) ও ননী বলা জল দাশ (৩৫)
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, পুলিশের বিশেষ অভিযানে মাদক ও নিয়মিত মামলায় আটককৃতদের ১৮ অক্টোবর( শুক্রবার) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজাতে প্রেরণ করা হয়েছে।