লোহাগাড়া প্রতিনিধি:
লোহাগাড়ায় আহমদুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
শুকবার (১৮ অক্টোবর) সকালে লোহাগাড়া উজিরভিটা সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ মেধা বৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়।
সদর ইউপির সাবেক সদস্য আলহাজ্ব আহমদুদুর রহমান ফাউন্ডেশনের প্রকাশ আহমদ মেম্বার ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংগঠন প্রতিষ্টা করেন তার সুযোগ্য পুত্র, ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা আলহাজ্ব রশিদ আহমদ।
বৃত্তি পরীক্ষায় সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট, ৭ম ও ৮ম শ্রেনীর মোট ৮৪জন শিক্ষার্থী স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন।
মেধা বৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন আলহাজ্ব আহমুদুর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্টাতা চেয়ারম্যান, এ রহমান মার্কেটের স্বত্বাধিকারী, শিক্ষানুরাগী ও আওয়ামীলীগ নেতা আলহাজ্ব রশিদ আহমদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মোহাম্মদ এয়াকুব হোসেন, বিদ্যালয়ের দাতা সদস্য আলহাজ্ব নুরুল কবির চৌধুরী, অভিভাবক সদস্য মাস্টার মুহাম্মদ নুরুল ইসলাম, মুহাম্মদ ফেরদৌস কোম্পানী, সহকারী প্রধান শিক্ষক মাস্টার শংকর কর্মকার, বিদ্যালয়ের অভিভাবক সদস্য মাস্টার নুরুল ইসলাম, মুহাম্মদ ফেরদৌস, জাফর আহমদ মেস্ত্রী, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কলামিস্ট মোহাম্মদ হোসেন, মাস্টার সরওয়ার কামাল প্রকাশ খোকন প্রমূখ।
আলহাজ্ব আহমুদুর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও শিক্ষানুরাগী আলহাজ্ব মুহাম্মদ রশিদ আহমদ বলেন এলাকার শিক্ষামুলক কর্মকান্ড ও সামাজিক উন্নয়নের জন্য আমার মরহুম বাবার নামে এই সংগঠন প্রতিষ্ঠ করেছি। সংগঠনের পক্ষ থেকে প্রথমবারের মত সুখছড়ি উজিরভিটা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট থেকে ৮ম শ্রেনীর শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে বৃত্তি পরীক্ষা কার্যক্রম শুরু করা হয়। পর্যায়ক্রমে আমরা উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিয়ে ব্যাপকভাবে বৃত্তি পরীক্ষার আয়োজন করা হবে বলেও তিনি জানান।