কামাল শিশির,রামু:

রামু উপজেলাধীন কচ্ছপিয়ার দৌছড়ি ঢালার মূখ নামক এলাকায় রান্নার তেল থেকে সৃষ্ট আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৫ বছরের এক শিশুসহ এক বসত ঘর। শিশুর নাম আবদুল আউয়াল জেহাদ (৫)। পিতা আনসারুল্লাহ। তার বাড়ি নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের লেবুছড়ি ৬ নম্বর ওর্য়াডে। অগ্নিকান্ডের এ ঘটনায় ক্ষয়-ক্ষতি হয়েছে প্রায় ৫ লক্ষ টাকা। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়,প্রতি সপ্তাহের ন্যায় হাটের দিন বৃহস্পতিবার বিকেলে বাড়ির মালিক জাফর আলম স্থানীয় গর্জনিয়া বাজার থেকে কাঁচা মাছ আনে। বাড়ির গৃহিনীরা এ মাছ রান্না করতে গিয়ে এক পর্যায়ে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এসময় বাড়িতে ২ জন নারী ছাড়া তেমন কেউ ছিলো না। এ সময় বেড়াতে আসা গৃহকর্তা জাফরের ঘুমন্ত নাতি আবদুল আউয়াল নিমিষেই পুড়ে যায় এ আগুনে। পাশাপাশি আরো এক শিশু অনুরূপ আগুনের মাঝখানে অতি জোরে জোরে চিৎকার করতে থাকে। লোকজন এগিয়ে এসে এক শিশু কে উদ্ধার করতে পারলেও অপর শিশু নিহত আউয়ালের কংঙ্কাল উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি মেম্বার জয়নাল আবেদীন জানান,এ ঘটনায় মোট ৪ জন আহত হন। আহতদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে আর ক্ষয় ক্ষতি হয় প্রায় ৪ লক্ষ টাকা। তিনি আরো বলেন, ক্ষতিগ্রস্থরা মৃত এ শিশুর জন্যে আহাজারী করছে। আর গৃহ কর্তা সহ পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে । এ ঘটনায় পুরো দৌছড়ি এলাকায় শোকের ছায়া নেমে আসে। এর আগে গত ৩ সেপ্টেম্বর গভীর রাতে পার্শ্ববর্তী গর্জনিয়া বাজারে আগুনে পুড়ে গিয়ে ১ ব্যবসায়ী ও এক কর্মচারী পুড়ে ছাই হয়ে গিয়েছিলো।