মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন স্বপরিবারে ২ দিনের কক্সবাজার সফরে এসেছেন। সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীন বৃহস্পতিবার ১৭ অক্টোবর রাত্রে কক্সবাজার পৌঁছালে কক্সবাজারের পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম, জেলা প্রশাসক মোহাম্মদ মোঃ কামাল হোসেন তাদের স্বাগত জানান। কক্সবাজার সফরকালে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীন পূর্ব নির্ধারিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক গুরুত্বপূর্ণ বেশ কিছু কর্মসূচীতে অংশ নেবেন।