বার্তা পরিবেশক
‘নিয়ন মেনে অবকাঠামো গড়ি জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি‘ এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক দুযোর্গ প্রশন দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত কেয়ার বাংলাদেশের উদ্যোগে ইউএসএইড প্রেরণা প্রকল্পের আততায় কক্সবাজার সদর উপজেলা হল রুমে এই আলোচনা সভা ও পুরষ্কারবিতরনী অনুষ্ঠিত হয়।
এ দিবস উপলক্ষে জেলা দুযোর্গ ব্যবস্থাপনা কমিটি ও কেয়ার এর উদ্যোগে সদর উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়গুলোতে দুর্যোগ বিষয়ে‘র উপর প্রাথমিক-মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক‘ কে চিত্রাংকন, রচনা ও কুইচ প্রতিযোগিতা হয়।
প্রতিযোগিতা শেষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম মাহফুজুর রহমান।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদরের উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা তাহের ও পুরুষ ভাইস চেয়ারম্যান রশিদ মিয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সেলিম উদ্দিন, উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা অফিসার মোহাম্মদ হানিফ সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এই অনুষ্ঠানে উপস্থিত ছিল প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী।
ওমর ফারুক হিরু, কক্সবাজার।