মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

স্থানীয় সরকার বিভাগের সচিব, বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি, কক্সবাজারের ভূমিপুত্র হেলালুদ্দীন আহমদ ২ দিনের সফরে কক্সবাজার এসেছেন। তিনি ১৭ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আল আমিন পারভেজ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হামিদা তাহের, যুব মহিলা আওয়ামীলীগের সভাপতি আয়েশা সিরাজ সহ প্রশাসনের কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান।
তিনি শুক্রবার ১৮ অক্টোবর শহরের পূর্ব আলির জাহাল প্রিন্স অব কক্স কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিতব্য তাঁর মরহুম মাতা মোসলেমা খাতুনের চেহলামে যোগ দেবেন।
প্রসঙ্গত, স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদের গর্বিত মাতা মোসলেমা খাতুন গত ২৩ আগস্ট রাত পৌনে ১০ টায় চিকিৎসাধীন অবস্থায় বিএসএমএমইউ’তে ৮২ বছর বয়সে ইন্তেকাল করেন।