ওমর ফারুক :

বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে কক্সবাজার সিটি কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃঅনুষদ ফুটবল টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় নিশ্চিত করে ফাইনালে উত্তীর্ণ হলো সমাজবিজ্ঞান অনুষদ। আজ টান টান উত্তেজনাপূর্ণ নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী কলা অনুষদকে ১-০ গোলে পরাজিত করে ৬ পয়েন্ট অর্জন করার মধ্য দিয়ে প্রথম দল হিসেবে ফাইনালের টিকেট নিশ্চিত করে সমাজবিজ্ঞান অনুষদ। দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ে দারুন ভলিতে দলের হয়ে একমাত্র গোলটি করেন সমাজবিজ্ঞান অনুষদের ১০ নম্বর জার্সিধারী স্ট্রাইকার (ঢাকা আবাহনীর অনূর্ধ ১৮ দলের খেলোয়াড়) ইকবাল।

দিনের প্রথম খেলায় শিরোপা প্রত্যাশি বাণিজ্য অনুষদ ৪-০ গোলে বিজ্ঞান অনুষদকে পরাজিত করে পয়েন্ট তালিকার ২য় স্থানে উঠে আসে। বাণিজ্য অনুষদের হয়ে জোড়া গোল করেন ইঞ্জুরির শিকার হয়ে মাঠ ত্যাগ করা স্ট্রাইকার আমজাদ। এছাড়া ১ টি করে গোল করেন রেজাউল ও সাকিব।

আগামী শনিবার টুর্নামেন্টের ৫ম ও ৬ষ্ঠ ম্যাচে মুখোমুখি হবে যথাক্রমে কলা ও বিজ্ঞান অনুষদ এবং সমাজবিজ্ঞান ও বাণিজ্য অনুষদ।