লোহাগাাড়া প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়ায় ৫০ লিটার চোলাই মদসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
তারা হলেন- লোহাগাড়া উপজেলার পদুয়া জলদাশপাড়া এলাকার অনিল জলদাশের স্ত্রী ননী জলদাশ (৩৮) ও বনমালী জলদাশের ছেলে কৃঞ্চ পদ জলদাস (৪০)।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় তাদের আটক করা হয়েছে।
লোহাগাড়া থানা পুলিশের এসআই অজয় দেব শীল ও এসআই মো: বেলাল হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে শুক্রবার আদালতে সোপার্দ করা হবে বলে জানান লোহাগাড়া থানার ওসি মু. সাইফুল ইসলাম।