ইমরান হোসাইন:

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় ধান পাহারা দিতে গিয়ে বন্যহাতির আক্রমনে আহত কৃষক নাজিম উদ্দীনের মৃত্যু হয়েছে।

বুধবার (১৬অক্টোবর) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত নাজিম উদ্দীন হারবাং ইউনিয়নের ভান্ডারির ডেবা এলাকার মোহছেন আলীর ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরানুল ইসলাম বলেন, ধান পাহারা দেয়ার সময় গত সোমবার দিবাগত রাত তিনটার দিকে বন্যহাতির আক্রমণে গুরুতর আহত হয় ভান্ডারির ডেবা এলাকার মোস্তাক আহমদের ছেলে নুরুল হক (৪৫) ও মোহছেন আলীর ছেলে নাজিম উদ্দিন (৪০)। স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় নাজিম উদ্দীনের মৃত্যু হয়। বৃহস্পতিবার (১৭অক্টোবর) দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন হয়েছে।