পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়ায় মানবপাচারের দায়ে সাহাব উদ্দিন (৫০) ও তার স্ত্রী জুনু আক্তার (২৯) কে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ভোর সাড়ে ৪ টার দিকে চট্টগ্রাম শহরের বাকলিয়া এলাকা থেকে পেকুয়া থানার এসআই সুমন সরকারের নেতৃত্বে একদল পুলিশ তাদের আটক করেন।

সাহাব উদ্দীন পেকুয়া সদর ইউনিয়নের সিকদার পাড়া এলাকার মৃত আবুল হোছনের ছেলে সাহাব উদ্দিন ও সাহাব উদ্দিনের স্ত্রী জুনু আক্তার।

এসআই সুমন সরকার বলেন, গত ১৬ অক্টোবর আটক দম্পতিকে আসামী করে পেকুয়া থানায় মানব পাচার আইনে একটি মামলা দায়ের করেন একই ইউনিয়নের সরকারী ঘোনা এলাকার মৃত মফিজুর রহমানের ছেলে মোঃ ফজল করিম। মামলায় অভিযোগ করা হয় তার যুবতী বোনকে ভালো চাকরির প্রলোভনে চট্টগ্রাম শহরে নিয়ে যায় অভিযুক্তরা। চট্টগ্রামের বাকলিয়া এলাকার একটি বাসায় তাকে অনৈতিক কাজে লিপ্ত করানো হয়। মেয়েটির পরিবারের এ অভিযোগের উপর ভিত্তি করে বৃহস্পতিবার ভোরে চট্টগ্রাম শহরের বাকলিয়া এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী স্ত্রীকে আটক করা হয়।

এব্যাপারে পেকুয়া থানার ওসি কামরুল আজম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম শহরের বাকলিয়া এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে সাহাব উদ্দিন ও তার স্ত্রী জুনু আক্তারকে আটক করা হয়েছে। আটক স্বামী স্ত্রীকে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।