পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী শাহাদাত হোসেন প্রকাশ পুতিন্যাকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৬ অক্টোবর) রাত ৯ টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের সাবেক গুলদি বড় পুকুর এলাকা থেকে থানার এএসআই নাছির উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করেন। এসময় তার কাছ থেকে ২৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটক শাহাদাত হোসেন একই এলাকার মৃত গুরা মিয়ার ছেলে।
আটকের সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার ওসি কামরুল আজম বলেন, বেশ কিছুদিন ধরে শাহাদাত হোসেন প্রকাশ পুতিন্যা এলাকায় ইয়াবার বিকিকিনি করছিল। এ গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।