মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, রামু
রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের পূর্ব মোরাপাড়া পাড়া এলাকার পাহাড় কাটার অভিযোগে মোতাহের নামের ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়েছে।
পরে তাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রণয় চাকমা।
১৭ অক্টোবর দুপুরে এ সাজা প্রদান করা হয়। এ সময় মাটিভর্তি একটি পিকআপও জব্দ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা জানান, জোয়ারিয়ানালা ইউনিয়নের পূর্ব মোরাপাড়া পাড়া এলাকার দীর্ঘদিন ধরে নির্বিচারে পাহাড় কাটার অভিযোগ করে এলাকাবাসী। অবশেষে অভিযান চালিয়ে হাতেনাতে মোতাহের নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
পরে পরিবেশ আইনে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
অভিযান অব্যাহত থাকবে বলে জানান প্রণয় চাকমা। এ জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেছেন।
রামুতে পাহাড় কাটার অভিযোগে এক ব্যক্তিকে ১ বছরের কারাদন্ড
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে