মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের শুক্রবার ১৮ অক্টোবর তারিখের পূর্ব নির্ধারিত মৌখিক পরীক্ষা (Viva Voce) স্থগিত করা হয়েছে। উক্ত তারিখের মৌখিক পরীক্ষা (Viva Voce) আগামী বুধবার ২৩ অক্টোবর কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে সকাল সাড়ে ৯ টা থেকে শুরু হবে। কক্সবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সফিউল আলম এক জরুরী বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
২৩ অক্টোবর বুধবার পূণনির্ধারিত দিনে মোট ১৫০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা (Viva Voce) অনুষ্ঠিত হবে। তারমধ্যে রামু উপজেলার ১৭ জন, চকরিয়া উপজেলার ৫৫ জন এবং পেকুয়া উপজেলার ৭৮ জন প্রার্থী রয়েছেন। মৌখিক পরীক্ষার (Viva Voce) অন্যান্য দিনের সিডিউল অপরিবর্তিত থাকবে।
প্রসঙ্গত, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির ৮ম সভা শুক্রবার ১৮ অক্টোবর সকালে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।