সিবিএন ডেস্ক:
২৯ সেপ্টেম্বরের আগে খোলা এলসির ৫শ টন পেঁয়াজ ভারতে এখনও আটকে আছে বলে হিলির আমদানিকারকরা জানিয়েছেন। এছাড়া ২৯ সেপ্টেম্বর খোলা এলসির আরও সাড়ে ৩ হাজার টন পেঁয়াজের বিষয়েও কোনও সিদ্ধান্ত পাওয়া যায়নি।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক বাবলুর রহমান বলেন, ‘ভারতের অভ্যন্তরে পেঁয়াজের সংকট ও মূল্য বাড়ার কারণে ২৯ সেপ্টেম্বর বিকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয় ভারত সরকার। এতে দেড় হাজার টন পেঁয়াজ আটকে পড়ে। এ নিয়ে কয়েক দফা বৈঠকের পর পুরনো এলসির ১ হাজার টন পেঁয়াজ ৪ অক্টোবর দেশে আসে। বাকি ৫শ টন পেঁয়াজ এখনও আটকে আছে।’

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক মোবারক হোসেন ও শহীদ উদ্দিন বলেন, ‘ভারত সরকার ২৯ সেপ্টেম্বর বিকালে পেঁয়াজ রফতানি বন্ধের ঘোষণা দেয়। সেদিনই প্রায় সাড়ে ৩ হাজার টনের মতো পেঁয়াজের এলসি খোলা হয়। ভারতীয় রফতানিকারকরা জানিয়েছেন, সেই সাড়ে ৩ হাজার টন পেঁয়াজের এলসির বিষয় নিয়ে ভারতের আদালতে মামলা হয়েছে। মামলার রায়ের পর এ বিষয়ে চূড়ান্ত সিন্ধান্ত জানা যাবে।’

হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ বলেন, ‘শারদীয় দুর্গাপূজার ছুটি শেষে ১২ অক্টোবর থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু হলেও এখন পর্যন্ত তারা কোনও পেঁয়াজ রফতানি করেনি।’ -বাংলা ট্রিবিউন